কারা মহাপরিদর্শক পদে নিয়োগ পাওয়ায় ব্রিঃ জেনারেল মামুনকে শুভেচ্ছা জানালো রাজবাড়ীর বন্ধুরা

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-২৬ ১৪:৩৩:৫৬

image

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক(আইজি প্রিজন্স) পদে নিয়োগ পাওয়ায় রাজবাড়ীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুনকে শুভেচ্ছা জানিয়েছে তার স্কুল জীবনের বন্ধুরা।
  রাজবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি-৮০ ও এইচএসসি-৮২ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত সংগঠন ‘বন্ধুর পাশে বন্ধু’র উদ্যোগে গত ২৫শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম-২ মার্কেটস্থ ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেনের চেম্বারে বন্ধুদের পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানোসহ কেক কাটা হয়। 
  এ সময় ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, কাজী ছদরুল আলম মিন্টু, মোঃ হাসানুজ্জামান, প্রদীপ কুমার শীল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ রইচ উদ্দিন বাবু, ডাঃ তোসলিম আহম্মেদ, ওবায়দুর রহমান অনু, কুদরত-এ-মওলা পান্না, মুকুল ও সৈয়দা সুলতানা চামেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ২৩শে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুনকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ পূর্বক তার চাকরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়।
  রাজবাড়ীর কৃতি সন্তান শহরের ২নং বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন খুব শীঘ্রই কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে যোগদান করবেন বলে জানা গেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com