শহিদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের বাণী

আবু কায়সার খান || ২০২৩-১২-১৩ ১৪:১৯:১৪

image

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, বাঙালি জাতির ইতিহাসের এক গভীর বেদনাবিধুর অধ্যায়। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় এ দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার আগেই জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দিতে এ হত্যাযজ্ঞ ছিল পাকিস্তানিদের এক ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ।
 আজকের এ দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহিদ সকল বুদ্ধিজীবীদের। যাঁরা বিবেকের কন্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, নিজেদের জ্ঞান-মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন-আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।
 যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের মধ্য দিয়ে বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের ইতিহাসের অন্যতম এ দিনটি নিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। তরুণ প্রজন্ম জানতে পারবে এ দিনটির তাৎপর্য, জানতে পারবে আজকের আত্মনির্ভর ও উন্নত বাংলাদেশের সৃষ্টিলগ্নের গল্পগুলো। শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলে তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। দেশপ্রেমের আদর্শে বলীয়ান হয়ে দলমত ও ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা এক সাথে কাজ করবো-শহিদ বুদ্ধিজীবী দিবসে এ হোক আমাদের দৃঢ় প্রত্যয়।
জয় বাংলা।
বাংলাদেশ চিরজীবী হোক।
(আবু কায়সার খান)
জেলা প্রশাসক
রাজবাড়ী।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com