যথাযথ মর্যাদায় বালিয়াকান্দিতে মহান বিজয় দিবস উদযাপন

তনু সিকদার সবুজ || ২০২৩-১২-১৮ ১৪:১৬:২৮

image

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

গতকাল ১৬ই ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পুষ্পস্তবক অর্পন করেন বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন।

পরে সকাল সাড়ে ৮ টায় বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জাতীয় পতাকা, পায়রা উড়িয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

 আলোচনা সভা শেষে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

 বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অবসর প্রাপ্ত যুগ্ম-সচিব গোলাম রহমান মিঞা বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস  চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন প্রমুখ।

 সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

 অপর দিকে লেডিস ক্লাবের আয়োজনে শিশু পার্কে ৩শতাধিক মহিলাদের অংশ গ্রহনে পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com