গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৩-১২-২০ ১৪:০৯:৩২

image

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল ২০শে ডিসেম্বর সকালে মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। 

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। 

 এ সময় অন্যান্য অতিথির মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com