মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে গত ১৯শে ডিসেম্বর বিকেলে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সদস্যদের মধ্যে কাবাডি প্রতিযোগিতা(বালক ও বালিকা) অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বালক দলে চ্যাম্পিয়ন টিম পাংশা থানা ও রানারআপ রাজবাড়ী সদর থানা টিম এবং বালিকা দলে চ্যাম্পিয়ম টিম রাজবাড়ী সদর থানা ও রানারআপ টিম পাংশা মডেল থানার খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান ও ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পালসহ জেলা পুলিশের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com