শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২১শে ডিসেম্বর সকালে গোয়ালন্দ উপজেলা খাদ্য গোডাউনে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ ২০২৩-২৪ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মুরাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর গোয়ালন্দে ৮৪ মেট্রিক টন ধান এবং ৩৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ৩০টাকা এবং প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।
ধানগুলো সরাসরি কৃষকের কাছ থেকে এবং চালগুলো সরবরাহের জন্য দুই জন মিলার নিয়োগ করা হয়েছে।
এদিকে ধান-চালের সরকারী মূল্য বর্তমান বাজার দর অপেক্ষা কিছুটা কম হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com