রাজবাড়ীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১৪ ১৮:২৭:২২

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ১৪ই মে সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘মুজিববর্ষে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সরাসরি নগদ অর্থ প্রেরণ’ কার্যক্রম উদ্বোধন করেন। 
  রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী আর্মি ক্যাম্পের ইনচার্জ ও যশোর সেনানিবাসের ১০ ইস্ট বেংগলের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মঞ্জুরুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং জেলার তালিকাভূক্ত ৫২ হাজার উপকারভোগীর মধ্য থেকে আলীপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য বিধবা গায়ত্রী চৌধুরী, রামকান্তপুর ইউনিয়নের ভ্যান চালক আক্তার সরদার, পাঁচুরিয়া ইউনিয়নের নরসুসন্দর রঘু নন্দী, দাদশী ইউনিনের শারীরিক প্রতিবন্ধী ইসলাম ফকির, খানখানাপুর ইউনিয়নের দিনমজুর সুধীর কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
  প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধনের পর জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ীতে ভিডিও কনফারেন্স উপস্থিত উপকারভোগী তালিকাভূক্ত ২জনের মোবাইলে আসা ২৫০০ টাকা অনুষ্ঠানে উপস্থিত বিকাশ ও নগদ এজেন্ট সেখ মোঃ সুমন মাধ্যমে উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রদান করেন। 
  উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার কর্তৃক ঈদুল ফিতরের আগে রাজবাড়ী জেলার ৫২ হাজার জনসহ সারা দেশের ৫০ লক্ষ জনের মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ২ হাজার ৫শত টাকা করে সর্বমোট ১২শত কোটি টাকা বিতরণ করা হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com