কালুখালীতে খামারীদের নিয়ে ২দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

কালুখালী প্রতিনিধি || ২০২৩-১২-২৬ ১৩:৫৯:৩৭

image

কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে গতকাল ২৬শে ডিসেম্বর সকালে হাসপাতাল হল রুমে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের ২দিন ব্যাপী খামারীদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। 

 দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন কালুখালী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মমতাজুল হক ও কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক উপস্থিত ছিলেন।

 উদ্বোধনকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ বিজ্ঞানসম্মত ভাবে খামারীদের গাভী পালন করার সুপরামর্শ প্রদান করেন। বিশেষ করে খামারীদের খামারের পশু পরিচর্যা থেকে শুরু করে সকল বিষয়ে বার্ষিক একটি হিসেব রাখার তাগিদ প্রদান করেন। খামারীরা ভালোভাবে পশু পালন করলে নিজের ও দেশের উন্নয়নের অংশীদার হওয়া যাবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com