গোয়ালন্দ পৌর শহরের রেলগেটের পাশে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।
এদিকে কমপ্লেক্সের সামনে প্রতি সপ্তাহেই বসছে গরুর হাট। এতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চারপাশে গোবরসহ বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপ জমে পচা দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
অপর দিকে নানা অব্যবস্থাপনার কারণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকাটি মাদকের আখড়ায় পরিনত হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন গোয়ালন্দ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
জানা গেছে, ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে ২০১৯ সালের ২২শে জানুয়ারী ভবনটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জানা গেছে, গোয়ালন্দ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মুুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গরুর হাট ছিল। পরবর্তী সময়ে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় ২০১২ সালে সেখান থেকে গরুর হাট সরিয়ে আনা হয় বর্তমান স্থানে। এর ৫ বছর পর গরুর হাটের এক পাশে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়। গরুর হাটটি অপসারণের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা বলেন, মহান মুক্তিযোদ্ধাদের বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান, যদি শ্রেষ্ঠই হয় তবে তারা থাকবে আগে। আমরা কেন জানি পিছিয়ে পড়েছি, আমাদের কমপ্লেক্সটি গরুর হাটের পিছনে। আবার দোকানগুলো বরাদ্দ না হওয়ায় তার পিছনে বিকেল থেকেই মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আড্ডা বসছে। এর থেকে রেহাই পেতে ও গরুর হাটটি স্থানান্তর করতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কমপ্লেক্স তৈরি করেছেন। ২০১৯ সালে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরি করা হয়। কয়েক বছরে যেখানে বরাদ্দ দেওয়ার মতো ১০টি দোকান থাকলেও অব্যাবস্থাপনা ও গরুর হাটের কারণে একটি দোকানও বরাদ্দ হয়নি। এমনকি ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে পুরো ভবন। বিষয়টি জানার পর দুটি হাটই পরিদর্শন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা প্রশাসকের সাথে আলোচনা করে দ্রুত হাট দুটিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ভবনটি নির্মাণের দায়িত্বে যারা ছিলেন তাদের স্থানটি নির্বাচন করার জন্য আরো সজাগ থাকার দরকার ছিল। তারা গোয়ালন্দে আরো ভালো জায়গা দিতে পারতেন। যেহেতু গরুর হাটটি আগেই হয়েছিল। তারপরও আমরা উদ্ধর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব ভবনের সামনে থেকে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমি গোয়ালন্দে সদ্য যোগদান করেছি। আমি মুক্তিযোদ্ধা ভবনটি পরিদর্শন করে এবং সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসবো।
তিনি আরও বলেন, গোয়ালন্দ উপজেলায় যে সকল মুক্তিযোদ্ধা রয়েছে তাদের যে গেজেটটি রয়েছে সেটা দিয়ে আমি ভবিষ্যৎতে একটি ফলক তৈরি করবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com