আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পক্ষে গত ২৭শে ডিসেম্বর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, গত বুধবার বিকালে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারের নেতৃত্বে কসবামাজাইল ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার বাবলু মুন্সী, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদশা মন্ডল, আমোদ আলী বিশ্বাস, ছয়ফল মন্ডল, রফিক বিশ্বাস, আফজাল, আবু, যুবলীগের আহবায়ক দাউদ শেখ ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল মোল্লার সমন্বয়ে নেতৃবৃন্দ কসবামাজাইল ইউপির নাদুরিয়া গ্রাম, নাদুরিয়া বাজার ও কসবামাজাইল বাজারে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন।
এরপর সন্ধ্যারাতে নটাভাঙ্গা গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দারের উপস্থাপনায় পথসভায় কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার ও কসবামাজাইল ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com