রাজবাড়ীতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের কোর্ট বর্জন

আশিকুর রহমান || ২০২৪-০১-০১ ১৩:৫৩:৩৪

image

 গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে গতকাল ১লা জানুয়ারী সকালে রাজবাড়ীতে আদালত বর্জন করেছে জেলা বার এসোসিয়েশনের বিএনপিপন্থী ও সমমনা আইনজীবীরা।

 গতকাল সোমবার সকালে আদালত বর্জন করে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সামনে অবস্থান নেন আইনজীবীরা। 

 এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডভোকেট এএনএম শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কেএ বারী বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, ‘আগামী ৭ জানুয়ারী সরকার আরও একটি নীল নকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণ মূলক দেখানোর জন্য সরকারী দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে। পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে আমরা আদালত বর্জন করেছি। আমাদের এ কর্মসূচির মধ্য দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’

 আদালত বর্জনের এ কর্মসূচী আগামী ৭ই জানুয়ারী পর্যন্ত চলবে বলে জানান বক্তারা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com