রাজবাড়ীর ২টি আসনে নির্বাচনী সংবাদ সংগ্রহে ১৬৭ সাংবাদিক॥২৫ পর্যবেক্ষক

স্টাফ রিপোর্টার || ২০২৪-০১-০৬ ১৪:০১:০৩

image

আজ ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের সংবাদ সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাজবাড়ী জেলার ২টি আসনে প্রিন্ট, ইলেট্রনিক ও নিবন্ধিত অনলাইন মিডিয়ার ১৬৭ জন সাংবাদিক এবং পর্যবেক্ষক সংস্থার ২৫জন পর্যবেক্ষক নির্বাচনী কার্ড ও গাড়ীর স্টিকার পেয়েছে। 

 রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২টি সংসদীয় আসনের নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের জন্য ১৬৭ জন সাংবাদিককে ৮১টি যানবাহন (প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটর সাইকেল) ব্যবহারের অনুমতি পাস(গাড়ীর স্টিকার) দেওয়া হয়েছে। এর মধ্যে মোটর সাইকেল রয়েছে ৪২টি ও প্রাইভেট কার ও মাইক্রোবাস ৩৯টি রয়েছে । 

 এছাড়াও রাজবাড়ী-১ আসনে নির্বাচন পর্যবেক্ষণে ৭জন ও রাজবাড়ী-২ আসনে নির্বাচন পর্যবেক্ষণে ১৮জন পর্যবেক্ষকে তাদের চাহিদা অনুযায়ী ২টি মোটর সাইকেল ও ৩টি মাইক্রোবাস ও প্রাইভেটকার ব্যবহারের অনুমতি পাস(গাড়ীর স্টিকার) দেওয়া হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com