রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দিতে রনজিৎ কুমার দে(৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল ৬ই জানুয়ারী সকাল সাড়ে ৮টায় থানা পুলিশ চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দে’র ছেলে।
নিহতের স্ত্রী রিতা দে জানান, আমার স্বামী সারাদিন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ীতে আসে এবং খাওয়ার পর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা আছে বলে চলে যায়। সকালে তার মৃত সংবাদ শুনতে পাই।
বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ হোসেন জানান, চর আড়কান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় গ্রাম পুলিশ রনজিৎ আমার সাথে ছিল। গত শুক্রবার রাত অনুমান সাড়ে ৩টার সময় সে প্রসাব করার জন্য বাইরে বের হয়। প্রায় আধাঘন্টা পাড় হলেও ফিরে না আসায় স্কুল সংলগ্ন চর আড়কান্দি হাফেজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইলিয়াসকে বিষয়টি জানালে সে আমার সাথে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে গাছ বাগানের ভিতর থেকে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।
খবর পেয়ে রাজবাড়ীর রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন সাহা, ডিবি ওসি মনিরুজ্জামান খান, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ছাড়াও খবর পেয়ে রাজবাড়ীতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৪৭ বিজিবি কুষ্টিয়ার একটি দল চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতা প্রতিরোধে জনমনে আস্থা সৃষ্টিতে টহল কার্যক্রম পরিচালনা করে।
রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পরিদর্শন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক কায়সার খান, নিহত পরিবারের হাতে নগদ ২০হাজার টাকা ও নিহতের ছেলে রাতুলদেকে গ্রাম পুলিশের চাকুরীর নিশ্চয়তা প্রদান করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বালিয়াকান্দি থানা পুলিশ চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ হোসেনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com