গোয়ালন্দে ৬ষ্ঠ বারেরমত নির্বাচিত সংসদ সদস্য আলহজ¦ কাজী কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা

মইনুল হক মৃধা || ২০২৪-০১-০৮ ১৩:৫৯:১৭

image

 সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ কাজী কেরামত আলী। 

 গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৮ই জানুয়ারী বিকেলে বিজয়ী সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 

 এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, এনায়েত হোসেন জাকির, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী,দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। 

 আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ পরিষদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  রাজবাড়ী-১ আসনে নৌকা প্রতীক নিয়ে কাজী কেরামত আলী ৯৭ হাজার ৩৪ ভোট পেয়ে টানা ৬ষ্ঠ বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডঃ ইমদাদুল হক বিশ^াস ট্রাক প্রতীক নিয়ে ৫৩ হাজার ১৩২ ভোট পেয়েছেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com