দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে ৫ম বারের মতো বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।
গতকাল ৯ই জানুয়ারী দুপুরে কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সাংবাদিকরা।
এ সময় কালুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ কবির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসমত আলী ও সদস্য মোঃ জুয়েল রানা উপস্থিত ছিলেন।
এরপর প্রেসক্লাব নেতৃবৃন্দ এমপি’র জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলকেও কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com