ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ৩ঘন্টা ফেরীসহ নৌযান চলাচল বন্ধ

আবুল হোসেন || ২০২৪-০১-০৯ ১৪:০৩:৫৯

image

 পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল ৯ই জানুয়ারী দীর্ঘ ৩ঘন্টা ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

 এ সময় তীব্র শীত ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও ঘাট সংশ্লিষ্টরা।

 পদ্মা নদীতে ঘন কুয়াশায় নৌরুটের মার্কার, বিকনো বাতি ও ডুবচর আটকে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 গতকাল ৯ই জানুয়ারী সকাল ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুয়াশার ঘনত্ব কমে ধীরে ধীরে কমে গেলে সকাল ৯টায় পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়। 

 বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, তীব্র ঘন কুয়াশার কারণে ভোর ৬টা হতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদীতে থাকা মার্কার, বিকনো বাতি ও চরগুলোর কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দূর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

 বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দানিয়েল জানান, ঘন কুয়াশায় ৩ ঘন্টা ফেরী বন্ধ থাকার পর সকাল ৯টায় সময় ফেরী চলাচল স্বাভাবিক হয়। নৌরুটে ৯টি বড় ও ৭টি ছোট মিলিয়ে মোট ১৬টি ফেরী চলাচল করছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com