রাজবাড়ীতে ডাঃ আবুল হোসেনের প্রথম নামাজে জানাযা তার প্রতিষ্ঠিত কলেজে

মীর সামসুজ্জামান || ২০২৪-০১-১৩ ১৩:৫২:৫৯

image

রাজবাড়ী জেলার শিক্ষানুরাগী-দানবীর এবং ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেনের মরদেহ রাজবাড়ীতে পৌঁছেছে।

 গতকাল ১৩ই জানুয়ারী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২টায় মরদেহ পৌঁছায়। পরে পৌনে রাতে ৯টার দিকে তার মরদেহ রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে নিয়ে আসা হয়। সেখানে তার মরদেহ দেখতে কলেজে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, এলাকাবাসীসহ তার শুভাকাঙ্খীরা ভিড় করে।

 জানা গেছে, ডাঃ আবুল হোসেনের প্রথম জানাযা’র নামাজ আজ ১৪ই জানুয়ারী সকাল ১১টায় ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর দুপুর ২টায় বরাট ইউনিয়নের ভবদিয়া আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ভবদিয়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে মরদেহ দাফন করা হবে। আগামী ১৫ই জানুয়ারী সোমবার দুপুরে বাদ জোহর ডাঃ আবুল হোসেন কলেজ মাঠে দোয়া অনুষ্ঠিত হবে। 

 উল্লেখ্য, ডাঃ আবুল হোসেন গত ২৪শে ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় ও লন্ডন সময় সকাল ৯টায় লন্ডনের অ্যাবসক্রস নার্সিং হোমে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com