পাংশার বাগদুলী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোক্তার হোসেন || ২০২৪-০১-১৩ ১৩:৫৪:২১

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী বাজারে গত ১২ই জানুয়ারী রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 অগ্নিকান্ডে ব্যবসায়ী ইয়াসীন আলী, সোহান প্রামানিক, ফজলুর রহমান মাস্টার, শফিকুল আলম সুমন, মিরাজ প্রামানিক ও নুরুল ইসলাম মিয়ার প্রায় অর্ধকোটি টাকার পাট ও ধান পুড়ে নষ্ট হয়েছে। মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিকের ২টি ঘর, শফিউল আলম সুমনের ২টি ঘর, আব্দুল আজিজের ২টি ঘর ও খলিলুর রহমান প্রামানিকের ৪টি ঘর মোট ১০টি ওয়াল করা টিনশেড ঘরে ব্যবসা পরিচালনা করতেন তারা। অগ্নিকান্ডে উল্লেখিত গুদাম ঘরগুলিও পুড়ে গেছে। অগ্নিকান্ডের ফলে ঘরের মালিক ও ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছে। গতকাল ১৩ই জানুয়ারী সকালে সরেজমিন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এসব তথ্য জানায়।

 জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে গুদামঘরের একটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন লাগার সময় গুদাম ঘরগুলি বন্ধ ছিল। বাজারের লোকজন আগুন দেখে শোর-চিৎকার করে লোকজন জমায়েত করে। খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে উল্লেখিত ব্যবসায়ীদের কয়েক শত মণ পাট ও ধান এবং উল্লেখিত গুদাম ঘরগুলি পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫/৬ ঘন্টা ব্যাপী সময় পরিশ্রম করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টার ফলে বাজারের কয়েকশত গুদাম ও দোকান ঘর অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পায়।

 একটি সূত্র জানায়, ব্যবসায়ী মিরাজ প্রামানিক তার ব্যবসায়ীক গুদাম ঘরে ডিজিটাল ওয়েট স্কেল মিটার মেশিন চার্জে দিয়েছিলেন। চার্জে লাগানো ডিজিটাল ওয়েট স্কেল মিটার মেশিনের তার পুড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com