রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০১-১৪ ১৪:৩৫:১৯

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই জানুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা প্রশাসক ও মিটির সভাপতি আবু কায়সার খান খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোঃ আব্দুর রহমান, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়াম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস ও রাজবাড়ী মিড সাইলাস ব্যাপিস্ট চার্চের যাজক জেমস হালদার প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন। 

 এ সময় জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

 এছাড়া নির্বাচনের আগের দিন বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহারা দেওয়ার সময় হত্যার স্বীকার হন রঞ্জিত নামে একজন গ্রাম পুলিশ সদস্য। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্তের কাজ অনেকটাই অগ্রগতি হয়েছে বলে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ জানান।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com