বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে দুবলাবাড়ী এলাকায় গতকাল ১৫ই জানুয়ারী বিকেলে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির দায়ে দুই ব্যক্তির প্রত্যককে ১০হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায় বালিয়াকান্দি-সোনাপুর পাকা রাস্তার পার্শ্বে ফসলী জমি থেকে স্থানীয় পারভেজ মন্ডল ও জিল্লু খান বেকু দিয়ে মাটি কেটে পার্শ্ববর্তী জামিয়া বিক্স নামক ইট ভাটায় বিক্রি করছে। এ প্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে উক্ত ২জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com