ময়লার ড্রেনের পাশে ঝং ধরে নষ্ট টিন ও পাটকাঠির দিয়ে তৈরি একচালা ঘর। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এ ঘরে কেউ বসবাস করেন। নাম তার সুশিল কুমার সরকার(৬৯)।
একদিকে বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা অন্য দিকে জীবন যুদ্ধের সঙ্গী হিসেবে এ পৃথিবীতে কেউ নেই তার।
নিঃশ্ব সুশিল কুমার সরকার দীর্ঘ ৩০ বছর যাবৎ এভাবে একাকী জীবন পাড় করছেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাড়ইপাড়া পৌরসভার ময়লার ড্রেনের পাশে। কেউ দিলে এক মুঠো ভাত তা খেয়ে কাটে রাত, না দিলে তার রাত যায় অনাহারে।
চলছে মাঘের তীব্র শীতের প্রকোপ। এই শীতে তার গায়ে দেয়ার মতো নেই একটি শীতবস্ত্র। স্থানীয় বাসিন্দা সুজন বিষ্ণু কাছ থেকে গত ১৪ই জানুয়ারী বিষয়টি অবগত হয়ে একটি শীতবস্ত্র(কম্বল) নিয়ে হাজির হয় আলোর দ্বীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান।
এই শীতে একটি শীতবস্ত্র(কম্বল) পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় সুশিল কুমার সরকার। এ সময় তিনি চোখের পানির ছেড়ে দিয়ে বলেন, দীর্ঘ ৩০বছর এই ময়লার ড্রেনে থাকি, আমার থাকার কোন জায়গা নেই। এ পৃথিবীতে আমার তো কেউ নেই। ঘরে ১ কেজি চাল আছে। তাই দিয়ে যাবে কয়েকদিন। যদি খাবার ও একটা ঘর পেতাম তাহলে এক জায়গায় বসে কিছু কামাই করতে পারতাম মৃত্যুর আগ পর্যন্ত। এই আমার চাওয়া।
বিষয়টি নিয়ে ‘আলোর দ্বীপ ফাউন্ডেশন’-এর অনলাইন ভিত্তিক ফেসবুক পেজে গত ১৫ই জানুয়ারী একটি পোস্ট করেন সাংবাদিক মাহফুজুর রহমান।
ফেসবুকে পোস্ট- ‘১৪ই জানুয়ারী বিকালে শীতার্ত ব্যক্তির পাশে শীতবস্ত্র নিয়ে আলোর দ্বীপ ফাউন্ডেশন। রাজবাড়ীর পৌরসভার ২নম্বর রেলগেট এলাকার ময়লার ড্রেনের পাশে স্থানীয়দের দেয়া নষ্ট টিন ও পাটকাঠির তৈরি ঘরে জরাজীর্ণ অবস্থায় থাকেন সুশিল কুমার। আসুন তার পাশে দাড়াই ও সহযোগিতার হাত বাড়াই। যার তিন কূলে কেউ নেই’।
ফেসবুকে পোস্টের বিষয়টি নজরে আসে রাজবাড়ী সদর উপজেলার প্রশাসনের। তৎক্ষণাৎ রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা পরিদর্শনে যান সুশিল কুমার সরকারের সেই বাড়ীতে। বাড়ী তো নয়, এযেন ময়লার ভাগাড়। দীর্ঘ সময় তার সাথে কথা বলে সিন্ধান্ত নিন, নিঃশ্ব সুশিল কুমার সরকারের বসবাসের জন্য আশ্রয়ের ব্যবস্থা ও ১মাসের খাদ্য সামগ্রী দেয়ার আশ্বাস দেন।
গতকাল ১৬ই জানুয়ারী সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার নিবাহী অফিসার শোভন রাংসা এক মাসের খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন নিঃশ্ব সুশিলের বাড়ীতে। এক মাসের খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি লবন, ১লিটার সয়াবিন তেল, ১কেজি কেজি চিনি, শুকনা মরিচ, ধনিয়া গুড়া, হলুদ গুড়া তুলে দেয়া হয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসা জানান, গত ১৫ই জানুয়ারী আলোর দ্বীপ ফাউন্ডেশনের একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে নিঃশ্ব সুশিল কুমারের বিষয়টি জানতে পারি। এরপর তার বাড়ী পরিদর্শন ও তার থাকার জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে তাকে ১মাসের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আলোর দ্বীপ ফাউন্ডেশন যেন আগামীতেও এধরনের মানবসেবা মূলক কাজ করতে পারেন, তাদের সাফল্য কামনা করি।
সুশিল কুমার সরকার বলেন, আমার জন্য শীতের কম্বল, খাওয়ার চাল, ডাল, তেলসহ অনেক কিছু পেয়েছি। ভয়ে ছিলাম- কবে যেন রেলের লোকজন আমার ঘরটা ভেঙ্গে দেয়। আমার আর এই ভাঙ্গা ঘরে থাকতে হবে না। আমি অনেক খুশি হয়েছি।
স্থানীয় বাসিন্দা পাতি কুমার দে, অরুন কুমার, গৌউর চাদ, সুজন বিষ্ণু জানান, শুশিল কুমার সরকার দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ এই ময়লা ড্রেনের পাশে থাকে। প্রতিবেশীতের সহযোগিতা একটি ছোট ঘর উঠিয়ে দেয়া হয়। ঘরের মধ্যেই নিজে রান্না করে খায়। বেশির ভাগ সময় এলাকাবাসী তাকে ভালোবেসে খাবার, বস্ত্র ও অর্থ সহায়তা তিনি জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। সে মাঝে মধ্যে রাজবাড়ী-২ নম্বর রেলগেট এলাকা বসে বসে বাদাম বিক্রি করে। আলোর দ্বীপ ফাউন্ডেশনের প্রচারণায় রাজবাড়ী উপজেলা প্রশাসন নিঃশ্ব সুশিলের জন্য যেভাবে খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে অবশ্যই উপজেলার নির্বাহী অফিসার শোভন রাংসা প্রশাংসার পাবার যোগ্য।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com