বালিয়াকান্দিতে গ্রাম পুলিশ রনজিত হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন পালন

তনু সিকদার সবুজ || ২০২৪-০১-২২ ১৪:০০:৫২

image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াকান্দি উপজেলার চরআডকান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে(৪৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে তার সহকর্মী ও এলাকাবাসী। 

 গতকাল ২২শে জানুয়ারী সকাল সাড়ে ১১টায় বালিয়াকান্দি-মধুখালী সড়কের আড়কান্দি শ্মশান রোডে সহকর্মী ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 মানববন্ধন কর্মসূচিতে রতন কুমার দে’র সভাপতিত্বে  বক্তব্য রাখেন আলোক কুমার ঘোষ, সাংবাদিক সনজিৎ কুমার দাস, দেবাশীষ বিশ্বাস, কালাচাঁদ দে, হাসান বিশ্বাস, টিটু খাঁন, মোস্তফা মন্ডল, পলাশ মিয়া আরিফসহ গ্রাম পুলিশের সভাপতি উজ্জল খান।

 এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার কারণ উদঘাটনসহ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন।

 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, এ হত্যাকান্ডে বেশ কিছু ক্লু আমাদের হাতে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে। অভিযান চলমান আছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com