পাটুরিয়ায় ফেরী ডুবিতে নিখোঁজ ইঞ্জিন মাস্টার হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার

মইনুল হক মৃধা || ২০২৪-০১-২২ ১৪:০২:১২

image

 মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরীর ইঞ্জিন মাস্টার নিখোঁজ হুমায়ন কবির(৪৫) মরদেহ পাওয়া গেছে।

 গতকাল ২২শে জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 ফেরীর ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরী রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিন মাস্টার ছিলেন। গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

 মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, গতকাল সোমবার বিকেল চারটার দিকে দুর্ঘটনাস্থল পাটুরিয়া থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর তীরে এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধার করে পাটুরিয়ায় নিয়ে আসা হয়।

 এদিকে অপেক্ষায় থাকা মৃত হুমায়ুন কবিরের স্বজনেরা আজও পাটুরিয়ায় দুর্ঘটনাস্থলে আসেন। ছোট ভাই রফিকুল ইসলাম বড় ভাই হুমায়ুনের লাশ শনাক্ত করেন।

 গত ১৬ই জানুয়ারী রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায় ইউটিলিটি(ছোট) ফেরী রজনীগন্ধা। ফেরীটিতে ৯টি পণ্যবাহী ট্রাক  ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া প্রান্তের ৫নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরীটি। পরের দিন সকাল ৮টার দিকে ফেরীটি ডুবে যেতে থাকে। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হুমায়ুন কবির।

 বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ে ডিজিএম(বাণিজ্য) শাহ মোঃ খালেদ নেওয়াজ বলেন, গতকাল সোমবার বিকালে পাটুরিয়া ফেরী ঘাট থেকে প্রায় ১৩কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে রজনীগন্ধা ফেরীর দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com