পাংশায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা মুনসুর গ্রেফতার

মোক্তার হোসেন || ২০২৪-০১-২৭ ১৪:১৭:২৮

image

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৬শে জানুয়ারী রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে মাদক বিরোধী এক অভিযানে ৩০পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা মুনসুর সরদার (৩৫)কে গ্রেফতার করেছে। 

 মুনসুর সরদার পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের মৃত হাশেম সরদারের পুত্র। 

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১), এসআই মোহাম্মদ শফিউদ্দিন ভূঁইয়া ও এএসআই মোঃ রিপন খানসহ থানা পুলিশের আভিযানিক দল গত শুক্রবার রাত ৯টা ২০মিনিটের সময় রঘুনাথপুর গ্রামস্থ মুনসুর সরদারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। 

 এ ব্যাপারে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক(১) বাদী হয়ে মুনসুর সরদারের বিরুদ্ধে গত ২৬শে জানুয়ারী মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী মুনসুর সরদারকে গতকাল ২৭শে জানুয়ারী রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মনসুর সরদার একজন মাদক বিক্রেতা। গত ২৬শে জানুয়ারী রাতে মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com