আসন্ন পাংশা উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন রিংকু

মোক্তার হোসেন || ২০২৪-০১-২৭ ১৪:১৮:০৭

image

 আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন একেএম সাইফুল মোরশেদ রিংকু। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জনমত গঠনে তিনি পুরো দমে মাঠে গণসংযোগ করছেন।

 গতকাল ২৭শে জানুয়ারী পাট্টা, কলিমহর ও কসবামাজাইল ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

 তৎকালীন পাংশা থানা আওয়ামী লীগের সভাপতি মরহুম গওহার উদ্দিন মন্ডলের কনিষ্ঠ পুত্র এবং রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজের ছোট ভাই একেএম সাইফুল মোরশেদ রিংকু পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। রাজনৈতিক ভাবে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তিনি।

 একেএম সাইফুল মোরশেদ রিংকু পাংশা সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বিএনপির হামলা ও মিথ্যা মামলার শিকার হন তিনি। আওয়ামী লীগ পরিবারের একজন সন্তান হিসেবে আওয়ামী লীগের পরিচ্ছন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এলাকায় ক্রীড়া, শিক্ষাসহ জনকল্যাণমূলক কাজের সাথে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।

 গতকাল ২৭শে জানুয়ারী এক সাক্ষাৎকারে একেএম সাইফুল মোরশেদ রিংকু বলেন, আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পুরোপরি প্রস্তুতি নিয়ে তিনি মাঠে নেমেছেন। নির্বাচনে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com