রাজবাড়ী জেলায় নতুন আরো ১৪জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৪ জনের করোনা শনাক্ত হলো।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ৩০শে সেপ্টেম্বর জেলার আরও ৭৬জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ১৪৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৭শে সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়।
সিভিল সার্জন আরো জানান, আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৩১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ২৪ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া ৮ জন হাসপাতালে এবং ২০১ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল ৩০শে সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন ঃ রাজবাড়ী সদর উপজেলার জাহিদুল ইসলাম(৩০), জামাল(৫০), কাজী মাহিন(১৭), পাংশা উপজেলার সৈয়দ ইমরোজ(৬০), ইউসুফ হোসেন(৪৫), অনুকূল কুন্ডু(৬৫), মিজানুর রহমান(৩০), বিলকিস(৩০), শাওন আলী(২২), মজিবর রহমান(৭০), বালিয়াকান্দি উপজেলার ফারুক হোসেন (৩৫), সোহেল(৩০), গোয়ালন্দ উপজেলার বশির(৪০), গৌড় মন্ডল এবং কালুকালী উপজেলার বজলুর রহমান(৮০)।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com