গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে গত ২৭শে জানুয়ারী দিনগত রাত ৯টার দিকে মাইনদ্দিন মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান সভাপতি মোঃ মোস্তফা মুন্সী।
ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা নাসির উদ্দিন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদের উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ইয়াং রেঞ্জার্স দৌলতদিয়া টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। আফ্রিদি ফ্যানস একাদশ ১২৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ১১০ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ১৮ রানে জয়ী হয়ে ইয়াং রেঞ্জার্স দৌলতদিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com