পাংশা থানা পুলিশের অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৫জন ও ওয়ারেন্টভুক্ত ১জন গ্রেপ্তার

মোক্তার হোসেন || ২০২৪-০১-২৯ ১৪:৪৮:১১

image

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৮শে জানুয়ারী রাতে পৃথক অভিযানে ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ দবির মোল্লা অরফে সাধু(৪৪), ফারুক হোসেন(২৪) ও চুন্নু মিয়া(৪২) নামের ৩জন মাদক বিক্রেতা এবং ৪৯পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাগর কাজী(২১) ও আরজু মন্ডল(২৮) নামের ২জন মাদক বিক্রেতা এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী ইমারত হোসেন ৬জন আসামীকে গ্রেফতার করেছে।

 জানা যায়, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই আকরাম হোসেন, এসআই কামাল হোসেন ও এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ধোপাকেল্লা, বাঁশগ্রাম, চৈতাগ্রাম, ব্রহ্মপুর ও চরঝিকড়ী দোপ পাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মাদক বিক্রেতা ধোপাকেল্লা গ্রামের দবির মোল্লার বিরুদ্ধে পাংশা থানায় ২০২১ সালের ১৯শে মার্চ তারিখের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। 

 এদিকে ২০পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ধৃত ধোপাকেল্লা গ্রামের দবির মোল্লা ওরফে সাধু, একই গ্রামের ফারুক হোসেন ও বাঁশগ্রামের চুন্নু মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় এসআই আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছে।

 এছাড়া ৪৯পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ধৃত চৈতা গ্রামের সাগর কাজী ও ব্রহ্মপুর গ্রামের আরজু মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে এসআই কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

 গতকাল ২৯শে জানুয়ারী ধৃত আসামীদের পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদক ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com