রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঐতিহ্যবাহী কোলানগর একাডেমীতে গতকাল ৩০শে জানুয়ারী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
একাডেমীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন।
তিনি একাডেমীর অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকরী ভূমিকা রাখার অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। উপস্থিতভাবে তিনি বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ক্যারামবোর্ড ও ছাত্রদের জন্য ভলিবল প্রদান করেন।
প্রধান অতিথি একেএম শফিকুল মোরশেদ আরুজের বক্তব্যে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, সুজাতা পারভীন, আফসার উদ্দিন ও সালাউদ্দিন গাজী প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন বিমল কুমার মন্ডল ও শহিদুল ইসলাম।
কোলানগর একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com