মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

মোক্তার হোসেন || ২০২৪-০১-৩১ ১৪:২০:১৪

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ ১লা ফেব্রুয়ারী শেষ হচ্ছে।

 গত ৩০শে জানুয়ারী সকালে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।

 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে মৃগী ইউপির চেয়ারম্যান এম.এ মতিন, মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শেখ সফিকুর রহমান, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী।

 উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com