রেলের টিকেট কালোবাজারিদের ছাড় দেয়া হবে না ঃ রেলপথ মন্ত্রী

স্টাফ রিপোর্টার || ২০২৪-০১-৩১ ১৪:২৪:১৫

image

 রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকেট কালোবাজারিদের কোন ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ সময় মন্ত্রী রেলের টিকেট কালোবাজারি রোধে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেন।

 গতকাল ৩১শে জানুয়ারী রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

 সাম্প্রতিককালে রেলের কিছু দুর্ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং অগ্নিকান্ডের মতো ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। 

 তিনি বলেন, একটি চক্র টিকেট কালোবাজারির সাথে জড়িত, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। 

 তিনি বলেন, এখন কক্সবাজারেও টিকেট কালোবাজারি চক্র সক্রিয়, তাদেরকে ধরতে হবে এবং তা বন্ধ করতে হবে। সহজ ডট কম এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সাথে সম্পৃক্ত সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

 মন্ত্রী বলেন, কোরিয়া থেকে আমদানি করা মালামাল রেলের ডিপো সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে বিভিন্ন সময়ে চুরি হচ্ছে। এই চুরির সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সতর্ক করে তিনি বলেন, তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

 জিল্লুল হাকিম বলেন, ট্রেনে সন্ত্রাসীদের অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন। যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছে তাদেরকে প্রতিরোধ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com