প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০শে সেপ্টেম্বর বিকালে রতনদিয়া ইউনিয়নের রূপসা মেধা চয়ন একাডেমী প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ তপু, সহকারী উপজেলা মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবু, ক্ষেত্র সহকারী হাসানুজ্জামান হিমু, ইউপি সদস্য মাসুদ করিম ও জেলেদের প্রতিনিধি লুৎফর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষা মৌসুমে সকল জেলেকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানোসহ সরকারী নিষেধাজ্ঞা অমান্যের শাস্তির বিধান সম্পর্কে সচেতন করা হয়। স্থানীয় ৩শতাধিক জেলে সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com