বিয়ের আনন্দ বিষাদে পরিণত ঃ গোয়ালন্দে ট্রাক চাপায় আপন দুই সহোদর নিহত॥শোকের ছায়া

স্টাফ রিপোর্টার || ২০২৪-০২-০১ ১৪:২৪:৪৩

image

 বাড়িতে বিয়ের আমেজ, হৈ-হুল্লোড়। লাল-নীল-হলুদ রঙের আলোক সজ্জায় সজ্জিত। রঙিন কাপড়ে সাজানো প্যান্ডেলে একদিন আগে ও পরে দুই ভাইয়ের বিয়ের আয়োজন।

 এক ভাইয়ের হলুদের অনুষ্ঠানও শেষ। দুই ভাইয়ের বৌভাত একই দিনে। ছোট দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বড় ভাই মোঃ মনিরুল ইসলাম(৩২)। মোটর সাইকেল নিয়ে তাকে এগিয়ে আনতে যায় ছোট ভাই মোঃ সাইফুল ইসলাম(২৭)। কিন্তু বাড়ি ফেরা হলো না তাদের। ট্রাক চাপায় প্রাণ যায় দুই ভাইয়ের। মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে।

 গত বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে(১লা ফেব্রুয়ারী) ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার মকবুলের দোকান এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

 জানা গেছে, গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ইটভাটার ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীসহ দুই আপন দুই ভাই নিহত হয়েছে।

 নিহতরা হলো- রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের  ছোট ছেলে বিয়ের বর মোঃ সাইফুল ইসলাম ওরফে সুমন(২৭) ও বড় ছেলে মোঃ মনিরুল ইসলাম ওরফে মমিন(৩২)।

 নিহতদের প্রতিবেশী ফরহাদ শেখ জানান, গতকাল ১লা ফেব্রুয়ারী বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মোকছেদ আলী সরদারের মেঝ ছেলে সামিউল ইসলাম শামীমের। আর আজ শুক্রবার(২রা ফেব্রুয়ারী) বিয়ের দিন ধার্য্য ছিল ছোট ছেলে সাইফুল ইসলাম সুমনের। গত ৩১শে জানুয়ারী সন্ধ্যায় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে গত বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি আসছিলেন গার্মেন্টস কর্মী বড় ভাই মনিরুল ইসলাম মমিন। নিজের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বড় ভাইকে মোটর সাইকেল নিয়ে এগিয়ে আনতে দৌলতদিয়া ঘাটে যায় সাইফুল ইসলাম। কিন্তু ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের মকবুলের দোকান এলাকায় ইটভাটার মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় বড় ভাই মনিরুল ইসলাম মমিন ঘটনাস্থলে নিহত এবং ছোট ভাই সুমনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 নিহতদের মেঝো ভাই শামীউল ইসলাম শামীম জানায়, আমাদের সব শেষ হয়ে গেল। বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন দাওয়াত খেতে এসেছে। নিমিষেই সৃষ্টিকর্তা আমাদের সব আনন্দ বিষাদে পরিণত করে দিলো।

 প্রতিবেশী রাচ্চু খাঁন বলেন, দুই ভাইয়ের একত্রে বিয়ে বলে আমরা সবাই আনন্দ করছিলাম। তাদের আত্মীয় স্বজন অনেকে এসেছেন। ওরা তিন ভাই অনেক ভালো। একত্রে দুই ভাইয়ের মৃত্যু আমরা কোনভাবে মেনে নিতে পারছিনা। আজ যাদের বিয়ের সাজে সাজার কথা, সেখানে আজ তাদেরকে চিরতরের জন্য সাজিয়ে বিদায় দেওয়া হচ্ছে। আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই আল মামুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গত বুধবার মধ্যরাতেই দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেল এবং ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত সাইফুলের মেঝ ভাই শামীম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com