রাজবাড়ীর সাবেক কৃতি সাঁতারু টুকুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার || ২০২৪-০২-০২ ১৪:১১:৪৩

image

 রাজবাড়ীর শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম এলাকার বাসিন্দা জেলা ও জাতীয় পর্যায়ের সাবেক কৃতি সাঁতারু মোঃ ফজলুল হক টুকু(৫৭) গত ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজধানী ঢাকা ক্যান্টনমেন্টের সিরাজ খালেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

 মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্নীয়-স্বজন, শুভাকাঙ্খী রেখে গেছেন।

 গতকাল ২রা ফেব্রুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জানাযা শেষে শহরের নতুন বাজার পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

 উল্লেখ্য, টুকু বাংলাদেশের খ্যাতিমান দুই জাতীয় সাঁতারু লায়লা নূর মিলু ও নূর ই আফরোজ দিলুর ভাই।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com