রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৩রা ফেব্রুয়ারী দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবাসপুর ইউনিয়নের কুখ্যাত ৩জন মাদক কারবারি এবং কসবামাজাইল ইউনিয়নের গাছ কাটা মামলার এজাহার নামীয় ১জন আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ আব্বাস আলী সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সসহ হাবাসপুর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনকালীন অবস্থায় হাতে নাতে কাচারী পাড়া গ্রামের রতন প্রামানিক(৩৩), হাবাসপুর সাহা পাড়ার শেখ সাদী(২৬) ও গঙ্গানন্দদিয়া গ্রামের আজিজুর রহমান মঞ্জু(৪৪) নামের কুখ্যাত ৩জন মাদক কারবারিকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রতন প্রামানিকের বিরুদ্ধে ১টি মাদক মামলা ও অন্যান্য ধারার অপর ১টি মামলা রয়েছে। শেখ সাদীর বিরুদ্ধে ১টি মাদক মামলা ও অন্যান্য ধারার অপর ১টি মামলা রয়েছে। আজিজুর রহমান মঞ্জুর বিরুদ্ধে ১টি মাদক, ১টি চুরি ও অন্যান্য ধারার ৩টি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এছাড়া থানায় রতন প্রামানিক, শেখ সাদী ও আজিজুর রহমান মঞ্জুর বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা অপরাধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ আটকের বিষয়ে তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্সসহ নটাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গাছ কাটা ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ১৩ নম্বর আসামী শামীম শেখ (৪৫)কে গ্রেফতার করে। ধৃত আসামীদের গতকাল ৪ঠা ফেব্রুয়ারী রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ কুখ্যাত ৩জন মাদক কারবারি এবং গাছ কাটা মামলার ১জনসহ মোট ৪জন আসামীকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com