পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-০২-০৪ ১৪:১৭:৫১

image

 রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে গতকাল ৪ঠা ঈফব্রুয়ারী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 বিদ্যাপীঠের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। 

 বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক এএসএম আমিরুল ইসলাম।

 এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মোদী, বিদ্যাপীঠের দাতা সদস্য একেএম শরিফুল মোরশেদ রনজু, অভিভাবক সদস্য একেএম রেজাউল করিম চুন্নু, হাবিবুর রহমান, দেবাশীষ কুন্ডু, বিদ্যাপীঠ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com