গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মইনুল হক মৃধা || ২০২৪-০২-০৯ ১৪:৩০:১৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাতে ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে ৭০০ সদস্যের মাঝে টিশার্ট বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 সকালে গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার পৌর জামতলা বাজার প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে এসে শেষ হয়।

 গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী উপস্থিত ছিলেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ উপস্থিত ছিলেন।

 ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা মাঠ চত্বরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com