রামকান্তপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

হেলাল মাহমুদ || ২০২৪-০২-১১ ১৪:০৮:১৩

image

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১১ই ফেব্রুয়ারী দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ী সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ফিরোজ হোসেন। 

 এ সময় ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেন।

 বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু। 

 এ সময় বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ফিরোজ হোসেন, নাগরিক টিভি ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, প্রধান শিক্ষক আবুল কালাম, আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফা খাতুন, সহকারী শিক্ষক, কানিজ ফাতেমা, আসমা খাতুন, রওশন আরা, আফরোজা বানু ও সোহানা পারভীন উপস্থিত ছিলেন।

 

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com