করোনার উপসর্গ থাকলেও রাজবাড়ীতে পরীক্ষা করাচ্ছে না বেশীর ভাগ মানুষ

চঞ্চল সরদার || ২০২০-১০-০২ ১৪:৩৭:০৪

image

রাজবাড়ী জেলায় প্রায় ঘরে ঘরে করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা করাচ্ছে না বেশীর ভাগ মানুষ। এতে করোনা সংক্রমণের বিস্তার ঘটার আশংকার সৃষ্টি হয়েছে। 
  বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, ডায়রিয়া-এসব হলেই বেশীর ভাগ মানুষ গ্রাম্য ডাক্তারদের কাছে গিয়েই চিকিৎসা নিচ্ছে। খুব কম মানুষই হাসপাতালে যাচ্ছে। 
  রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকার আনোয়ার নামে একজন গার্মেন্টস কর্মী বলেন, ঢাকায় জ্বর, ঠান্ডা, গলা ব্যথা শুরু হলে আমি বাড়ীতে চলে আসি। এলাকায় এসে জ্বর, ঠান্ডার ওষুধ কিনে খাওয়ার ১৫দিন পর সুস্থ হই। এখন শরীরে কোন সমস্যা নেই। আমি করোনার পরীক্ষা করাইনি। 
  নাম প্রকাশে অনিচ্ছুক সূর্যনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসক বলেন, বর্তমানে আমার কাছে জ্বর, ঠান্ডা, গলা ব্যথাসহ অন্যান্য করোনার উপসর্গ আছে এমন ধরণের রোগীই বেশী আসে ওষুধ নিতে। তাদেরকে করোনার উপসর্গ থাকার কথা বলে পরীক্ষা করার পরামর্শ দেয়া হলেও বেশীর ভাগ মানুষই তা করায় না। 
  রাজবাড়ী সদর হাসপাতালের প্যাথলজী বিভাগের ইনচার্জ নন্দ দুলাল সরকার বলেন, আগে যখন রোগী বেশি ছিল তখন আমরা প্রতিদিন গড়ে ১২৫-১৩০টির মতো নমুনা পরীক্ষার জন্য পাঠাতাম। কিন্তু রোগী কম থাকায় এখন ২৫-৫০ জনের মতো নমুনা পাঠাচ্ছি। 
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, জ্বর ,ঠান্ডা, গলা ব্যথা, ডায়রিয়াসহ করোনার উপসর্গ আছে এমন মানুষদের বিলম্ব না করে অবশ্যই নমুনা দেয়া উচিত। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। যারা নমুনা দিতে আসবে, আমরা তাদের সবার নমুনা নিব। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com