কালুখালীতে ভোক্তার বাজার তদারকি অভিযানে দুই দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৪-০২-১৪ ১৪:৪২:৩১

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশের হাট ও গান্ধিমারা বাজারে গতকাল ১৪ই ফেব্রুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুই দোকানীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন। 

 জানা গেছে, কালুখালী উপজেলার বাংলাদেশ হাট বাজার এলাকার জনি বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৫হাজার টাকা, গান্ধিমাড়া বাজারস্থ সাগর ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রিরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এ ছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com