পাংশায় সৈয়দ বায়তুল্লাহ্মে ধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৪-০২-১৫ ১৪:১১:৩৩

image

 রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ ঐতিহ্যবাহী সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেনে গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকালে সৈয়দা জুবের-ই-নূর কর্তৃক প্রদত্ত সৈয়দ বায়তুল্লাহ্ মেধাবৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে।

 সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে মৃধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে ওবায়দুল হক পাতা বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেনের নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২২জন কৃতি শিক্ষার্থীর মাঝে সৈয়দ বায়তুল্লাহ্ মেধাবৃত্তি হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।

 সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজের একমাত্র কন্যা দুবাই প্রবাসী সৈয়দা জুবের-ই-নূরের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি প্রদান কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

 অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com