যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনা পজেটিভ

আন্তর্জাতিক ডেস্ক || ২০২০-১০-০২ ১৪:৩৮:৪৩

image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। তবে তারা ভালো আছেন এবং হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে থেকে দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের চিকিৎসক গতকাল শুক্রবার এ কথা জানান।
  টেস্টে পজেটিভ রিপোর্ট পাওয়ার পরপরই ট্রাম্প এক টুইটে প্রথম এই খবর জানান।
  হোয়াইট হাউস গতকাল শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশ বাতিল করেছে। ৩রা নভেম্বর নির্বাচনের ৩২দিন আগে ডেমোক্র্যাট জো বাইডেনের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পের সপ্তাহান্তের এবং পরের সপ্তাহের নির্বাচনী প্রচারাভিযান বাতিল করা হয়েছে।
  ট্রাম্প নিজের টুইটারে লিখেছেন, আমি ও মেলানিয়া করোনা টেস্ট করিয়েছি। তাতে দেখা গেছে আমরা করোনা পজিটিভ। আমরা কোয়ারেন্টিনে চলে গেছি। সুস্থ্য হওয়ার প্রচেষ্টা শুরু করে দিয়েছি।
  এর আগে তাঁর ঘনিষ্ঠ এক উপদেষ্টার করোনা পজেটিভ হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার কথা ফক্স নিউজকে নিশ্চিত করেন ট্রাম্প।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com