পাংশায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের পুরস্কার বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-০২-১৭ ১৪:২২:৩৩

image

 রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীতে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেহমানদের মধ্যে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন। অভিভাবকদের মধ্যে কুমারখালীর উপসহকারী কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম বক্তব্য রাখেন।

 সভাপতির বক্তব্যে বিশিষ্ট চক্ষু চিকিৎসক অধ্যাপক মোঃ আব্দুল মতিন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বিত প্রচেষ্টায় প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার গুরুত্বারোপ করেন।

 প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, ২০০৯ সালে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী প্রতিষ্ঠিত হয়। পাংশা বাস স্ট্যান্ডের অদূরে পূর্ব পাশে অত্র এলাকায় প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমী ব্যাপক অবদান রেখে চলেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com