বালিয়াকান্দি উপজেলার চর ঘিকমলা গ্রামে ছাগল খেতে এসে গৃহকর্তাকে আক্রমণ॥মেছো বিড়াল নিহত

মীর সামসুজ্জামান || ২০২৪-০২-১৯ ১৪:২৫:১৬

image

 বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে চর ঘিকমলা গ্রামের হেলাল মন্ডলের বাড়িতে গতকাল ১৯শে ফেব্রুয়ারী ভোরে ছাগলের বাচ্চা খেতে এসে গৃহকর্তার হাতে মারা পড়েছে একটি মেছো বিড়াল। 

 এ সময় মেছো বিড়ালের আক্রমণের শিকার হন ওই গৃহকর্তা। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মেছো বিড়াল দেখতে হেলাল মন্ডলের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা

 গৃহকর্তা হেলাল মন্ডল বলেন, গতকাল সোমবার ভোর ৪টার দিকে ছাগল রাখার ঘর থেকে হঠাৎ ছাগলের ডাকাডাকি ও অদ্ভুত এক আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় মেছো বিড়ালটি তার ওপর আক্রমণ করে। নিজেকে রক্ষার্থে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে মেছো বিড়ালটি মারা যায়। মেছো বিড়ালের আঘাতে তার পায়ে ক্ষত হয়েছে।

 স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন বলেন, মেছো বিড়ালটি লম্বায় প্রায় আড়াই ফুট হবে। দেখতে অবিকল বাঘের মতন। মেছো বিড়ালটি ছাগলের বাচ্চা খেতে এসে মারা পড়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com