রাজবাড়ীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী পালন

মীর সামসুজ্জামান || ২০২৪-০২-১৯ ১৪:৫৪:৩৯

image

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। 

 রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাজবাড়ী স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন।

 রাজা সূর্য কুমার ইনিস্টিউটের সহকারী শিক্ষক চায়না রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসিরসহ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিল্পীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কেক কাটার পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com