রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২০শে ফেব্রুয়ারী বিকালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে কেক কাটেন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় পাংশা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক সেলিম মাহমুদ, দেবাশীষ কুন্ডু, চৈতন্য বসাক, মুনীব ইসলাম, তাহরীন বিশ্বাস, আলীমুজ্জামান, রাশেদ, সুজিতসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com