বালিয়াকান্দিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তনু সিকদার সবুজ || ২০২৪-০২-২২ ১৫:২৪:১৯

image

বালিয়াকান্দি উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১শে ফেব্রুয়ারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 দিবসটি উপলক্ষে গত ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে বালিয়াকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, থানার পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোলাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।  

 সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com