স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা ও জেলা রোভারের আয়োজনে গতকাল ২২শে ফেব্রুয়ারী সকালে রাজবাড়ীতে আনন্দ র্যালী ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান অংশগ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক আব্দুর রশিদ মিয়াসহ স্কাউট ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালী পরবর্তী বিপি দিবস উপলক্ষে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com