রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৭শে ফেব্রুয়ারী দুপুরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে বোরো হাইব্রিড ধান চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হুমায়রা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান। অনুষ্ঠান পরিচালনা করেন জাইকার ফ্যাসালেটিটর মোঃ নাজিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা কৃষি নির্ভরশীল। বর্তমান সরকার কৃষি বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা হাতে দিয়েছেন। কৃষি প্রণোদনার মাধ্যমে উন্নত জাতের বীজ কৃষকের হাতে পৌঁছে দিয়েছেন। কৃষি যন্ত্রপাতি ভর্তুকির মাধ্যমে প্রদান করা হয়েছে এবং তা চলমান রয়েছে। কৃষকের পাশে সরকার রয়েছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা অনেক দক্ষ। এই দক্ষ জনবলকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। এজন্য আমাদের কৃষকদের প্রতি আরো আন্তরিক হতে হবে।
তিনি আরো বলেন, দিন দিন কৃষি শ্রমিকদের অভাব দেখা দিচ্ছে ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাচ্ছে। এজন্য সরকার কৃষি খাতকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করছে।
উল্লেখ্য যে, রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের ৯৪ জন কৃষকের ১৫০বিঘা জমিতে উচ্চ ফলনশীল বোরো হাইব্রিড ধানের চারা রোপন করা হয়। যা এক সাথে পাকবে ও একই সময় কাটা হবে। সময় ও অর্থ দুটোই বাঁচবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com