রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গত ২৭শে ফেব্রুয়ারী দিনগত রাতে অভিযান চালিয়ে ১০১পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা অনু খা (৩৮)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অনু খা উপজেলার কলিমোহর ইউনিয়নের ধুলিয়াট গ্রামের মৃত বক্কর খার ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার গতকাল ২৮শে ফেব্রুয়ারী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭শে ফেব্রুয়ারী দিনগত রাতে এসআই মোঃ মিনজাহ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কলিমোহর ইউনিয়নের ধুলিয়াট গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর বসত ঘর থেকে ১০১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামী অনু খার বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি মাদক মামলা, ১ টি চুরি, ১টি অন্যান্য মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের ও আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com